তেলেনাপোতা আবিষ্কার গল্প প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণির বাংলা তেলেনাপোতা আবিষ্কার গল্প প্রশ্ন ও উত্তর

তেলেনাপোতা আবিষ্কার গল্প প্রশ্ন ও উত্তর : | Class 11 Bengali Telenapota abiskar Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBCHSE Class 11th Bengali Telenapota abiskar Question and Answer, Suggestion Notes | একাদশ শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 11th XI Bengali Examination – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণির বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একাদশ শ্রেণির বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রএকাদশ শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

একাদশ শ্রেণির বাংলা তেলেনাপোতা আবিষ্কার গল্প প্রশ্ন ও উত্তর | প্রেমেন্দ্র মিত্র

একাদশ শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।

তেলেনাপোতা আবিষ্কার MCQ প্রশ্ন উত্তর  একাদশ শ্রেণির বাংলা – তেলেনাপোতা আবিষ্কার গল্প প্রেমেন্দ্র মিত্র MCQ প্রশ্ন উত্তর 

1. ‘ তেলেনাপোতা আবিষ্কার ’ কোন গল্পগ্রন্থের অন্তর্গত ?

[A] বেনামী বন্দর

[B] অফুরস্ত

[C] মুক্তিকা

[D] কুড়িয়ে ছড়িয়ে

উত্তর:- [D] কুড়িয়ে ছড়িয়ে

2. মহানগরী থেকে তেলেনাপোতার সম্ভাব্য দুরত্ব 

[A] কুড়ি মাইল

[B] বাইশ মাইল

[C] পঞ্চাহ মাইল

[D] ত্রিশ মাইল

উত্তর:-[D] ত্রিশ মাইল

3. যামিনীর মা কী পণ করেছেন ?

[A] তিনি কিছুই খাবেন না

[B] তিনি কিছুতেই কথা বলবেন না ।

[C] কখনো হাসবেন না

[D] তিনি কিছুতেই মরবেন না

উত্তর:- [D] তিনি কিছুতেই মরবেন না

4. কার ডাকে আনমনা হয়ে যাবার কথা বলা হয়েছে ?

[A] উদাস ঘুঘুর

[B] কোকিলের

[C] ঘুঘুর

[D] কাকের 

উত্তর:- [A] উদাস ঘুঘুর

5. প্রায় ঘরজোড়া একটি ভাঙ্গা তক্তাপোষে ছিন্ন উর ছেঁড়া কাঁথা কথা – জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে । ” ‘ ছিন্ন – কন্ধা ‘ – র অর্থ হলো—

[A] ছেঁড়া কম্বল

[B] ছেঁড়া লেপ

[C] ছেঁড়া কাঁথা

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] ছেঁড়া কাঁথা

6.. প্রেমেন্দ্র মিত্র কোন গোষ্ঠীর লেখক ?

[A] বিদ্রোহী

[B] কল্লোল

[C] কালি – কলম

[D] যুগান্তর

উত্তর:- [B] কল্লোল

7. তেলেনাপোতায় ফিরে যাওয়ার প্রস্তুতের দিনে থার্মোমিটারের পারা দেহের তাপমাত্রা জানাবে—

[A] একশো দুই ডিগ্রি

[B] একশো চার ডিগ্রি

[C] একশো তিন ডিগ্রি

[D] একশো পাঁচ ডিগ্রি

উত্তর:- [D] একশো পাঁচ ডিগ্রি

8. তেলেনাপোতা আবিষ্কার করতে জিনিসে মানুষে ঠাসাঠাসি বাসে ওঠার কতক্ষণ পরে আচমকা নেমে পড়তে হবে ?

[A] পাঁচ ঘণ্টা

[B] তিন ঘণ্টা

[C] চার ঘণ্টা

[D] দু’ঘণ্টা

উত্তর:- [D] দু’ঘণ্টা

9. গোরুর গাড়ির ক্ষুদ্র সংস্করণটি কোন দেশ থেকে বেরিয়ে এসেছে মনে হবে ?

[A] চাঁদের দেশ

[B] বামনের দেশ

[C] তাসের দেশ

[D] শীতের দেশ

উত্তর:- [B] বামনের দেশ

10. গোরুর গাড়ির দারোয়ান উৎসাহের সঙ্গে বাজাচ্ছিল–

[A] ক্যানেস্তারা

[B] মাদল

[C] তবলা

[D] করতাল

উত্তর:- [A] ক্যানেস্তারা

11.  তেলেনাপোতা আবিষ্কারের জন্য তোমার দুই বন্ধুর হওয়া দরকার

[A] পানরসিক কুম্ভকর্ণের মতো নিদ্রাবিলাসী

[B] লেখক

[C] প্রকৃতি প্রেমিক

[D] ভ্রমণবিলাসী

উত্তর:- [A] পানরসিক কুম্ভকর্ণের মতো নিদ্রাবিলাসী

12. যামিনীর মা যার সঙ্গে যামিনীর বিয়ে ঠিক করেছিল–

[A] নিরঞ্জনের সঙ্গে

[B] কবির সঙ্গে

[C] মণির সঙ্গে

[D] মহিমের সঙ্গে

উত্তর:- নিরঞ্জনের সঙ্গে

13. কলকাতা ফিরে তেলেনাপোতার স্মৃতিকে মনে হবে.

[A] অবাস্তব কুয়াশার কল্পনামাত্র

[B] স্বপ্ন

[C] কলকাতার বাইরের এক জগৎ

[D] স্বৰ্গ

উত্তর:- [A] অবাস্তব কুয়াশার কল্পনামাত্র

তেলেনাপোতা আবিষ্কার SAQ প্রশ্ন উত্তর একাদশ শ্রেণির বাংলা – তেলেনাপোতা আবিষ্কার গল্প প্রেমেন্দ্র মিত্র SAQ প্রশ্ন উত্তর 

1.  একটা কেমন গন্ধ অনেকক্ষণ ধরে সবাইকে অভ্যর্থনা করছে?

উত্তর:- একটা  কটু গন্ধ অনেকক্ষণ ধরে সবাইকে অভ্যর্থনা করছে।

2.  তেলেনেপোতাকে শেষপর্যন্ত লেখকের কি বলে মনে হয়েছিল?

উত্তর:- তেলেনেপোতাকে শেষপর্যন্ত লেখকের অবাস্তব কুয়াশার কল্পনামাত্র বলে মনে হয়েছিল।

3.  কিন্তু সে কথা ওকে বলে কে? – কোন কথা?

উত্তর:- নিরঞ্জন ইতিমধ্যে বিয়ে করে সংসার করছে এই কথা।

4.  বসে আছেন কেন? টান দিন – উক্তিটির বক্তা কে?

উত্তর:- বসে আছেন কেন? টান দিন – উক্তিটির বক্তা  যামিনী।

5.  তেলেনেপোতা আবিষ্কার করতে হলে কখন বেরোতে হবে?

উত্তর:- তেলেনেপোতা আবিষ্কার করতে হলে  খুব ভোরবেলাতে বেরোতে হবে।

6.  “ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে” – এখানে লেখক কাদের সাথে বিবাদের কথা বলেছেন?

উত্তর:- এখানে লেখক  দু . তিনটি চামচিকার সাথে বিবাদের কথা বলেছেন।

7.  আমার কথার নড়চড় হবে না – কে একথা বলেছিল?

উত্তর:- আমার কথার নড়চড় হবে না – একথা বলেছিল  কথক স্বয়ং।

8.  “যামিনী বলবে” – যামিনী কি বলবে যখন লেখকরা চলে আসতে উদ্যত হবে?

উত্তর:- যখন লেখকরা চলে আসতে উদ্যত হবে তখন যামিনী বলবে, আপনাদের ছিপটিপ যে পড়ে রইল।

9. ‘মহাকালের কাছে সাক্ষ দেওয়ার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে’ – এসব দেখে কথকের কি মনে হয়?

উত্তর:- এসব দেখে কথকের মনে হয় বিশাল মৌন সব প্রহরী গাড়ির দুপাশ দিয়ে যেন সরে যাচ্ছে।

10.  ঘরে ঢুকে বুঝতে পারবেন – কি বুঝতে পারবেন?

উত্তর:- ঘরে ঢুকে বুঝতে পারবেন ঘরটির অধিষ্ঠাত্রী আত্মা ক্ষুব্ধ হয়েছেন।

11.  তেলেনেপোতা যাবার সময় বড়ো রাস্তা থেকে নেমে কোথায় দাঁড়াতেই হবে?

উত্তর:- তেলেনাপোতা যাবার সময় বড়ো রাস্তা থেকে নেমে কোনো এক জলার কাছে দাঁড়াতে হবে।

12.  তেলেনাপোতা যাবার আসল উদ্দেশ্য কী ছিল?

উত্তর:- তেলেনাপোতা যাবার আসল উদ্দেশ্য ছিল মাছ ধরা।

13.  মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত?

উত্তর:- মাত্র তিরিশ মাইল।

14.  তেলেনাপোতা আবিষ্কার করতে গেলে কতক্ষণ পর বাস থেকে নামতে হবে?

উত্তর:- ২ ঘন্টা।

15. তেলেনাপোতা আবিষ্কারের জন্যে কয়জন সঙ্গী থাকার দরকার?

উত্তর:- দু’জন।

16. গরুর গাড়ির ক্ষুদ্র সংস্করণটি কোন দেশ থেকে বেরিয়ে আসছে বলে মনে হয়?

উত্তর:- বামনের দেশ।

17. গরুর গাড়ির গাড়োয়ান কী বাজাচ্ছিল?

উত্তর:- ক্যানেস্তারা বা টিনের পাত্র।

18. ঘরে থাকার ব্যবস্থার পর গাড়োয়ান কী কী দিয়ে যাবে?

উত্তর:- একটি ভাঙা লণ্ঠন এবং এক এক কলশি জল।

19. আপনার বন্ধু দুটি কেমন হবে?

উত্তর:- একজন পানরসিক এবং আরেকজন নিদ্রাবিলাসী।

20. কিসের ডাকে আপনি আনমনা হয়ে উঠবেন?

উত্তর:- ঘুঘুর ডাকে।

21. যামিনীর মা কার সঙ্গে যামিনীর বিয়ের ঠিক করেছিল?

উত্তর:- নিরঞ্জনের সঙ্গে।

22. কলকাতায় ফিরে তেলেনাপোতার স্মৃতিকে কী মনে হবে?

উত্তর:- অবাস্তব কুয়াশার কল্পনা।

23. গাড়োয়ান ক্যানেস্তারা বাজাচ্ছিল কেন?

উত্তর:- চিতাবাঘ তাড়ানোর জন্যে।

24. পানরসিক বন্ধুটির নাম কী?

উত্তর:- মণি।

25. গল্পে অন্ধ চরিত্রটি কে?

উত্তর:- যামিনীর মা।

26. তেলেনাপোতা যাবার উদ্দেশ্য কী ছিল?

উত্তর:- মাছ ধরা।

27. তেলেনাপোতায় চলন্ত জীবন স্তব্ধ হয়েছিল কেন?

উত্তর:- ম্যালেরিয়ায়।

28. ম্যালেরিয়া জ্বরের প্রকোপে নায়কের কত জ্বর হয়েছিল?

উত্তর:- ১০৫ ডিগ্রি।

29. পুকুরের ওপারে কোন পাখি দাঁড়িয়েছিল?

উত্তর:- মাছরাঙা।

30. কথকের চমক ভেঙেছিল কীসে?

উত্তর:- জলের শব্দে।

31. নিরঞ্জনের সঙ্গে যামিনীর শেষ দেখা হয়েছিল কবে?

উত্তর:- চার বছর আগে।

32. কথক যামিনীর বাড়িতে কী রেখে গিয়েছিল?

উত্তর:- ছিপ।

33. কথক ও তাঁর সঙ্গীরা কোন কোন গাড়িতে করে তেলেনাপোতায় পৌঁছেছিল?

উত্তর:- বাস এবং গরুর গাড়ি করে।

34. এই গল্পে রামায়ণের কোন চরিত্রের উল্লেখ আছে?

উত্তর:- কুম্ভকর্ণ।

35. যামিনীর মা তেলেনাপোতায় নিজেদের বাসস্থানকে কী বলেছিল?

উত্তর:- প্রেতপুরী।

36. তেলেনাপোতা আবিষ্কারের জন্য কখন যেতে হবে?

উত্তর:- বিকেলবেলায়।

37. ‘না মাসিমা পালাব না’—বক্তা কে?

উত্তর:- গল্প কথক।

38. নিরঞ্জনের সঙ্গে যামিনীর মায়ের সম্পর্ক কী?

উত্তর:- মাসি . বোনপো [দূর সম্পর্কের]।

39. তেলেনাপোতা আবিষ্কার কতদিন ছুটি পেলে হবে?

উত্তর:- ২ দিন।

40.  তেলেনাপোতা আবিষ্কারের জন্য গল্পে কোন মাসের কথা বলা হয়েছে?

উত্তর:- ভাদ্র মাস।

41. ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যবে না…

উত্তর:- পরস্পরের মুখ।

42.  গোরুর গাড়িতে যাওয়ার সময় কথক আকাশে যা দেখবেন. .

উত্তর:- কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদ।

43. নিরঞ্জন কে ছিল?

উত্তর:- যামিনীর মায়ের দূর সম্পর্কের এক বোনপো ছিল নিরঞ্জন।

44.  আমি জানতুম তুই না এসে পারবি না – কে কাকে বলেছে?

উত্তর:- যামিনীর মা গল্প কথককে নিরঞ্জন মনে এই কথাগুলো বলেছে।

45. প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না – কাদের, কোন প্রতীক্ষা ব্যর্থ হবে না?

উত্তর:- তেলেনাপোতা আবিষ্কার নামক গল্পে লেখক ও  তার বন্ধুদের প্রতীক্ষা ব্যর্থ হবে  না।

কারন একটু পরেই তারা আবছা অন্ধকারে ধীর গতিতে একটি ক্ষীণ আলো প্রজ্বলিত সহ গরুর গাড়িকে এগিয়ে আসতে দেখবে।

46. তেলেনাপোতা আবিষ্কারের জন্যে ক’জন বন্ধু ও সঙ্গী সঙ্গে থাকা উচিত ?

উত্তর:- তেলেনাপোতা আবিষ্কারের জন্যে দু’জন বন্ধু ও সঙ্গী থাকা দরকার ।

47. অতিধিদের দেওয়া ঘরটি কেমন ছিল ?

উত্তর:- অতিথিদের ঘরটি ছিল ঝুল , জঞ্জাল , ধুলোয় পরিপূর্ণ এবং সঙ্গে ভ্যাপসা গন্ধ ।

74. মাছরাঞ্জ ও ঘুঘু পাখি মৎস্যশিকারিকে কীভাবে প্রভাবিত করবে ?

উত্তর:- সার্থক মাছরাঙা পাখি শিকারের নিজস্ব কৌশলে উল্লসিত হয়ে বিদ্রুপ করবে মৎস্যশিকারিকে আর ঘুঘু তার উদাস করা ডাকে তাকে আনমনা করে তুলবে ।

75.  তেলেনেপোতা আবিষ্কার গল্পটি পেমেন্দ্র মিত্রের কোন গল্প সংকলনের অন্তর্গত?

উত্তর:- তেলেনেপোতা আবিষ্কার গল্পটি পেমেন্দ্র মিত্রের কুড়িয়ে ছড়িয়ে গল্প সংকলনের অন্তর্গত।

76.  তেলেনেপোতা আবিষ্কারের জন্য কজন সঙ্গি থাকা উচিত?

উত্তর:- তেলেনেপোতা আবিষ্কারের জন্য  দুজন সঙ্গি থাকা উচিত.

77.  তেলেনেপোতা আবিষ্কারের জন্য গল্পে কোন মাসের উল্লেখ করা হয়েছে?

উত্তর:- তেলেনেপোতা আবিষ্কারের জন্য গল্পে ভাদ্র মাসের উল্লেখ করা হয়েছে।

78.  পাতলা কাচের মতো পাখার অধিকারী বলে কবি কাকে বুঝিয়েছেন?

উত্তর:- পাতলা কাচের মতো পাখার অধিকারী বলে কবি  ফড়িংকে বুঝিয়েছেন।

79.  গল্পে যামিনীর মা নিজেকে কি বলে সন্মোধন করেছেন?

উত্তর:- গল্পে যামিনীর মা নিজেকে ঘাটের মড়া বলে সন্মোধন করেছেন।

80.  তেলেনেপোতা যাওয়ার শেষ বাহন কি ছিল?

উত্তর:- তেলেনেপোতা যাওয়ার শেষ বাহন ছিল গোরুর গাড়ি।

81.  তেলেনেপোতায় কতো বছর আগে ম্যালেরিয়া হয়েছিল?

উত্তর:- এক দেরশো বছর আগে তেলেনেপোতায় ম্যালেরিয়া হয়েছিল।

82.  পাঠ্যাংশে আপনি বলতে কাকে বোঝানো হয়েছে?

উত্তর:- পাঠ্যাংশে আপনি বলতে পাঠককে বোঝানো হয়েছে।

83.  কতদিন আগে নিরঞ্জন যামিনীদের বাড়িতে এসেছিল?

উত্তর:- চার বছর আগে নিরঞ্জন যামিনীদের বাড়িতে এসেছিল।

84.  ক্যানেস্তারা বলতে কি বোঝানো হয়েছে বা বস্তুতি কি?

উত্তর:- ক্যানেস্তারা বলতে  টিনের তৈরি বাদ্য কে বোজানো হয়েছে যা তারা সাধারণত বাঘ তাড়ানোর জন্য ব্যবহার করতো ।

কর্তার ভূত [গল্প] প্রশ্ন ও উত্তর Click Here
নীলধ্বজের প্রতি জনা [কবিতা] প্রশ্ন ও উত্তরClick Here

Leave a Comment